একজন সফল সংগঠক এর মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত?

সংগঠক মানে সংগঠনের নেতা। আর নেতা মানে অনেক মানুষের সমর্থন পাওয়া। স্থান, কাল, পাত্রভেদে যে কোনো মানুষের মন জয় করা ভীষণ কঠিন কাজ। নেতা মানে সাধারণ মানুষ নন, মানুষদের প্রিয়পাত্র। দিকনির্দেশনা দেওয়ার পাত্র। একজন সাধারণ মানুষের ব্যক্তিত্ব যখন অগণিত মানুষকে মুগ্ধ করে, সেই মানুষটি অন্যদের কাছে অভিভাবক বা আদর্শ হয়ে ওঠেন, সেই মানুষটি তখনই স্থান পান সবার মনে। কর্মগুণে একজন সাধারণ মানুষই হয়ে ওঠেন একজন মহান নেতা বা একজন পথপ্রদর্শক।

একজন সংগঠকেরঃ-

  1. হতে হবে সত্যবাদী ও ধৈর্যশীল
  2. থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার মানসিক সাহস
  3. চাই বন্ধুত্বপূর্ণ ইতিবাচক ভঙ্গি
  4. দরকার অফুরন্ত সাহস
  5. হতে হবে স্বপ্নদ্রষ্টা
  6. প্রয়োজন চারিত্রিক গভীরতা
  7. ভেদাভেদপূর্ণ অভ্যন্তরীণ সম্পর্ক
  8. পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটা আবশ্যক
  9. চাই আত্মবিশ্বাস
  10. থাকতে হবে জবাবদিহির পর্ব
  11. সঠিকভাবে কাজ বিতরণ
  12. হাস্যরসবোধ
  13. স্বার্থহীনতা
  14. ভালো কাজের স্বীকৃতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *