সাধারণ সম্পাদক-সেভ দ্যা ওমেন

সেভ দ্যা ওমেনের লক্ষ এবং উদ্দেশ্য-

সামাজিক নিরাপত্তা

প্রত্যেক নারী একজন মানুষ হিসেবে তার প্রাপ্য অধিকার পাবে এবং তার সামাজিক মূল্যায়ন ও নিরাপত্তা নিশ্চিত হবে।

অর্থনৈতিক মুক্তি

নারীর অর্থনৈতিক মুক্তির মাধ্যমে নারী মুক্তি ঘটানো সম্ভব।

নারী স্বাস্থ্য সুরক্ষা

নারী সুস্বাস্থ্যের প্রতি কোনো অবহেলা নয়।বরং বাড়তি যত্নের মাধ্যমে তার সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

নারী অধিকার

প্রত্যেক ঘরে ঘরে মানুষ হিসেবে নারীর প্রাপ্য অধিকার নিশ্চিত হবে।

নারী নীতি বাস্তবায়ন

সরকারের প্রণিত নারী ণীতি ও নারী অধিকার প্রত্যেক ঘরে ঘরে বাস্তবায়িত হবে।

নারী শিক্ষা

নারী শিক্ষার মাধ্যমে পিছিয়ে পড়া অন্ধকার থেকে নারীর আলোর দিশা মিলবে।

এলবাম:

সর্বশেষ পোস্ট আপডেট

আমি বধ্যভূমির মেয়ে-কবি ড. সেলিনা রশিদ

শিক্ষার ইতিহাস